{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিল, প্লে-অফে ইন্টার মায়ামি

আবারও যেন নিজের সাম্রাজ্যে রাজত্ব করছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে ইন্টার মায়ামিকে প্লে-অফে
প্রকাশিত:
অ+ অ-
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিল, প্লে-অফে ইন্টার মায়ামি
মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিল, প্লে-অফে ইন্টার মায়ামি

আবারও যেন নিজের সাম্রাজ্যে রাজত্ব করছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে ইন্টার মায়ামিকে প্লে-অফে তুলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের নতুন চুক্তিতে আবদ্ধ হয়ে নিশ্চিত করেছেন, তিনি থাকছেন মায়ামিতেই—২০২৮ সাল পর্যন্ত।

বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা ফরোয়ার্ডকে ঘিরেই গড়ে উঠেছিল ইন্টার মায়ামির তারকাখচিত দল। তাঁর হাত ধরেই যুক্ত হয়েছিলেন সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও, মেসি নিজের অবস্থান পরিষ্কার করেছেন—ফ্লোরিডাতেই চালিয়ে যাবেন ক্যারিয়ারের শেষ অধ্যায়।

মায়ামির নতুন স্টেডিয়াম ‘ফ্রিডম পার্ক’-এ বসেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন মেসি। ক্লাবের পক্ষ থেকে ভিডিওসহ ঘোষণা আসে—“He is home.” চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন,

“এখানে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। মায়ামিতে আসার পর থেকেই সবকিছু স্বপ্নের মতো এগোচ্ছে। ফ্রিডম পার্কে খেলার অপেক্ষায় আছি।”

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের ভাগ্য যেন পাল্টে যায়। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে টিকিট বিক্রি ও জনপ্রিয়তা—সবই বেড়েছে বহুগুণে। মেসির উপস্থিতি এমএলএসকে দিয়েছে নতুন বাণিজ্যিক ও দর্শক সম্ভাবনা।

চলতি মৌসুমে মেসির পরিসংখ্যানও চোখধাঁধানো। ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টে মোট ৪৮ গোলে সরাসরি অবদান, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র এক গোলের জন্য হাতছোঁয়া দূরত্বে রয়ে গেছে ৪৯ গোল+অ্যাসিস্টের সর্বোচ্চ রেকর্ড। এই পারফরম্যান্সেই তিনি আবারও মৌসুমের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP)’ পুরস্কারের দৌড়ে শীর্ষে আছেন।

মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। ন্যাশভিলের বিপক্ষে মেসির হ্যাটট্রিকে জয় এনে দিয়ে দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছেন তিনি। ম্যাচ শেষে কোচ টাটা মার্তিনো বলেন,

“মেসি যখন ছন্দে থাকেন, তখন ফুটবলটা অন্যরকম লাগে। আজও তিনি প্রমাণ করেছেন কেন তাঁকে ইতিহাসের সেরা বলা হয়।”

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি সম্ভবত ক্যারিয়ারের শেষ বড় চুক্তি। বার্সেলোনায় লা মাসিয়া একাডেমি থেকে শুরু করে ক্লাব ও দেশের হয়ে ছড়িয়েছেন জাদু, জিতেছেন অসংখ্য শিরোপা। এখন তাঁর লক্ষ্য—২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ।

মার্কিন ক্লাবের সঙ্গে মেয়াদ বাড়িয়ে মেসি যেন সেই বিশ্বকাপের দিকেই নতুন করে দৃষ্টি স্থির করলেন—যেন বার্ধক্যের প্রান্তে দাঁড়িয়েও বলছেন, “The dream isn’t over yet.”

অওে পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন