ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ঝলমলে সোনালি কনফেত্তিতে রঙিন হয়ে উঠেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ট্রফি হাতে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটারদের মুখে তখন শুধু হাসি—দেড় বছর পর ওয়ানডেঝলমলে সোনালি কনফেত্তিতে রঙিন হয়ে উঠেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ট্রফি হাতে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটারদের মুখে তখন শুধু হাসি—দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভেসে যাচ্ছে মিরপুর।
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর টানা চারটি ওয়ানডে সিরিজে হার প্রশ্ন তুলেছিল বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারের পর সেই প্রশ্ন যেন আরও জোরালো হয়েছিল। কিন্তু আজ মেহেদী হাসান মিরাজের দল ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সব সমালোচনাকে দূরে ঠেলে দিয়েছে। এটি ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বড় জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে সাফল্য।
টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ গড়ে ৮ উইকেটে ২৯৬ রান—যা মিরপুরে গত সাত বছরে দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের মূল নায়ক ছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজন মিলে ২৫.২ ওভারে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়ে দেন, যা শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
সৌম্যর ব্যাট থেকে আসে নান্দনিক ৯১ রান (৮৬ বলে, ৪ ছক্কা ও ৭ চার), আর সাইফ করেন ঝলমলে ৮০ রান (৭২ বলে, ৬ চার ও ৬ ছক্কা)। দুজনই সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন। এরপর নাজমুল হোসেন শান্ত (৪৪), তাওহিদ হৃদয় (২৬) ও শেষ দিকে নুরুল হাসান (১৬*) এবং অধিনায়ক মিরাজ (১৭) দলীয় সংগ্রহকে তিন শোর কাছাকাছি নিয়ে যান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। বাংলাদেশের চার স্পিনারই ভাগাভাগি করে নেন সব উইকেট। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ৩টি করে, আর তানভীর ইসলাম ও মিরাজ নেন ২টি করে উইকেট। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানকে বোলিংয়েও নামাতে হয়নি।
স্পিনবান্ধব মিরপুরের উইকেটে এবারও টার্ন ছিল, কিন্তু বল নিচু হয়নি বা ধীরগতির হয়নি—যা ব্যাটসম্যানদের খেলাকে করেছে সহজতর। ফলে সৌম্য-সাইফের জুটিতে এসেছে দেশের ইতিহাসে অন্যতম সেরা ওপেনিং ইনিংস, আর পুরো ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা মেরেছেন ১৪টি ছক্কা, যা ওয়ানডের এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছে।
অবশেষে মিরপুরে বড় জয়ের আনন্দে মেতে উঠল পুরো বাংলাদেশ দল। টানা ব্যর্থতার পর এই সিরিজ জয় শুধু আত্মবিশ্বাস ফেরায়নি, বরং মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এক নতুন সূচনার বার্তাও দিয়েছে।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Post a Comment