৩৮ বছর বয়সে রোহিত শর্মার কীর্তি, প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে
৩৮ বছর বয়সে রোহিত শর্মার কীর্তি, প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষেপ্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে এক সেঞ্চুরি ও এক ফিফটির সুবাদে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় এই ওপেনার। তাঁর সতীর্থ ও অধিনায়ক শুবমান গিল নেমে গেছেন তিন নম্বরে।
ওয়ানডে ক্রিকেটে এক দশকেরও বেশি সময় ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আসা–যাওয়া করেছেন রোহিত। কিন্তু ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম উঠলেন এক নম্বরে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৮১, যা ৩৮ বছর বয়সে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ অবস্থান হিসেবে ইতিহাস গড়েছে।
অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ফিফটি করেও এক ধাপ নিচে নেমে গেছেন বিরাট কোহলি। তিনি এখন রয়েছেন ছয় নম্বরে।
বাংলাদেশের দিক থেকেও এসেছে সুখবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে শেষ ওয়ানডেতে ৯১ রানের ইনিংস খেলে সৌম্য সরকার এগিয়েছেন ২৪ ধাপ, এখন তিনি ৬২ নম্বরে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের দারুণ ইনিংস খেলে হ্যারি ব্রুক এগিয়েছেন ২৩ ধাপ, অবস্থান এখন ২৫ নম্বরে।
বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের স্পিনাররাও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে নাসুম আহমেদ এগিয়েছেন ২৪ ধাপ, অবস্থান এখন ৪৭ নম্বরে। রিশাদ হোসেন ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে, আর তানভীর ইসলাম ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে ২৭ ধাপ লাফিয়ে উঠেছেন ৬৮ নম্বরে।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান, আর অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
টেস্ট ক্রিকেটেও র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক কেশব মহারাজ ৭ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় উঠেছেন ১৩তম স্থানে। তাঁর সতীর্থ সাইমন হারমারও এগিয়েছেন ২৬ ধাপ, অবস্থান এখন ৪৫ নম্বরে।
Post a Comment