{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Australia clinched the ODI series against India with a thrilling win in Adelaide. Youngster Cooper Connolly’s unbeaten 61 guided Australia to a 2-wick
প্রকাশিত:
অ+ অ-
ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে রোমাঞ্চকর এক ম্যাচে দুই উইকেটের জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দলের জয় এনে দিয়েছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি তার দারুণ অপরাজিত ইনিংস দিয়ে।

২০০৬ সালের এপ্রিলে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ২১ বছর ৩১৮ দিন বয়সে ৭৪ রান করেছিলেন মার্ক কসগ্রোভ। এরপর দীর্ঘ প্রায় ১৯ বছর কোনো অস্ট্রেলীয় ব্যাটার ২২ বছরের কম বয়সে ওয়ানডেতে ফিফটি করতে পারেননি। আজ সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ২২ বছর ৬২ দিন বয়সী কুপার কনোলি—অপরাজিত ৬১ রানে দলের জয় নিশ্চিত করেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৬৪ রান। শুরুতেই হাভিয়ের বার্টলেট এক ওভারে শুবমান গিল (৯) ও বিরাট কোহলিকে (০) ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন। কোহলি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট—১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে যা তাঁর প্রথম ঘটনা।

তবে রোহিত শর্মা আজ ফিরে পেয়েছেন ছন্দ। প্রথম ম্যাচে ৮ রানে আউট হওয়া এই ওপেনার আজ খেলেছেন ৭৩ রান (৯৭ বলে), শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ার পর আউট হন। আইয়ারও খেলেছেন দারুণ ৬১ রান (৭৭ বলে), আর ইনিংসের শেষ দিকে অক্ষর প্যাটেল যোগ করেন গুরুত্বপূর্ণ ৪৪ রান (৪১ বলে)

রান তাড়ায় অস্ট্রেলিয়া শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতায় ছিল। ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড আউট হলেও, ম্যাথু শর্ট (৭৪) এবং ম্যাট রেনশ তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে স্থিতি দেন। এরপর শেষ দিকে দায়িত্ব নেন কনোলি, ৫৩ বলে অপরাজিত ৬১ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, সিডনিতে, তবে ততক্ষণে সিরিজ অস্ট্রেলিয়ার দখলে।

আরও পড়ুন: 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন