{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

ইয়ামালের মন্তব্য, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ তোলে

দুয়ারে দাঁড়িয়ে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। আগামী রোববার মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে এই
প্রকাশিত:
অ+ অ-

 দুয়ারে দাঁড়িয়ে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। আগামী রোববার মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে এই লড়াইটাই রিয়ালের জন্য ছিল দুঃস্বপ্নের নাম, কারণ টানা চার ম্যাচে হেরে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপা হাতছাড়া করেছিল তারা। আর সেই ধ্বংসযজ্ঞে বার্সেলোনার অন্যতম নায়ক ছিলেন কিশোর তারকা লামিনে ইয়ামাল।

ইয়ামালের মন্তব্য, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ তোলে


দুয়ারে দাঁড়িয়ে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। আগামী রোববার মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে এই লড়াইটাই রিয়ালের জন্য ছিল দুঃস্বপ্নের নাম, কারণ টানা চার ম্যাচে হেরে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপা হাতছাড়া করেছিল তারা। আর সেই ধ্বংসযজ্ঞে বার্সেলোনার অন্যতম নায়ক ছিলেন কিশোর তারকা লামিনে ইয়ামাল।

নতুন মৌসুমেও বার্সা কোচ হান্সি ফ্লিকের তুরুপের তাস হিসেবে দেখা হচ্ছে ইয়ামালকে। এল ক্লাসিকো সামনে রেখে সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ালকে খোঁচাও দিয়েছেন এই তরুণ তারকা।

লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে ‘কিংস লিগ’–এর এক অনুষ্ঠানে কথা বলেন ইয়ামাল। উপস্থাপক ইবাই লানোস, যিনি নিজেও কিংস লিগের দল ‘লা ক্যাপিটাল’-এর সহমালিক, ইয়ামালকে জিজ্ঞাসা করেন—‘কিংস লিগের দল পোরকিয়নস কি রিয়াল মাদ্রিদের মতো?’ হাস্যরসাত্মক ভঙ্গিতে ইয়ামাল জবাব দেন, ‘হ্যাঁ, অবশ্যই। তারা চুরি করে আর অভিযোগ করে—এটাই তারা করে!’

রিয়ালভক্ত লানোস এরপর প্রশ্ন করেন, ‘বার্নাব্যুতে খেলাটা কি কঠিন?’ ইয়ামাল আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘বার্নাব্যু কঠিন? বার্সার জন্য নয়। আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি, আর আমরা ৪–০ গোলে জিতেছিলাম।’ এরপর আবার জিজ্ঞাসা করা হয়—এবারও কি গোল করবেন বলে মনে করছেন? জবাবে ইয়ামাল হেসে বলেন, ‘আমি তো আগেই করেছি, ভুলে গেছ নাকি?’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে—দুই ফাইনালেই হেরেছিল। পাশাপাশি লা লিগার শিরোপা লড়াইয়েও বড় ধাক্কা খেয়েছিল এল ক্লাসিকোতে টানা দুই পরাজয়ে। চার ম্যাচে রিয়াল মোট হজম করেছিল ১৬ গোল। সব মিলিয়ে, বার্সার বিপক্ষে গত মৌসুম ছিল রিয়ালের জন্য এক দুঃস্বপ্নময় অধ্যায়—যেটি এবার পুনরাবৃত্তি করতে চান ইয়ামাল ও তার সতীর্থরা।

আরোও পড়ুন: থাইল্যান্ডের বিপক্ষে তিন গোলে হার ঋতুপর্ণাদের

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন