{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

থাইল্যান্ডের বিপক্ষে তিন গোলে হার ঋতুপর্ণাদের

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে থাইল্যান্ড সফরে রয়েছে
প্রকাশিত:
অ+ অ-

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে থাইল্যান্ড সফরে রয়েছে, যেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলের ব্যবধানে স্বাগতিক থাইল্যান্ডের কাছে পরাজিত হয়েছে।

থাইল্যান্ডের বিপক্ষে তিন গোলে হার ঋতুপর্ণাদের


ম্যাচের প্রথমার্ধে এক গোল পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়তে হয় মারিয়া-ঋতুপর্ণাদের। ফিফা স্বীকৃতিপ্রাপ্ত এই ম্যাচটি বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন ক্লোজড ডোরে আয়োজন করায় কোনো সরাসরি সম্প্রচার হয়নি। ফলে দেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি। বাফুফের মিডিয়া বিভাগ থেকে ম্যাচ সংক্রান্ত তথ্য জানানো হলেও গোলদাতাদের নাম ও গোলের সময় প্রকাশ করা হয়নি।

এক যুগ পর থাইল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হলো বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হয়ে বাংলাদেশ ৯-০ গোলে হেরেছিল। এবার ব্যবধান কমলেও হার এড়ানো যায়নি—থাইল্যান্ড জিতেছে ৩-০ গোলে।

থাইল্যান্ড নারী ফুটবলে এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি এবং নিয়মিত এশিয়া কাপ খেলোয়াড়। তবে এবার ভারতের বিপক্ষে হেরে তারা মূল আসরে জায়গা পায়নি। ফিফা র‌্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩, আর বাংলাদেশ ১০৪ নম্বরে। তবু বাংলাদেশের জন্য এশিয়ান কাপে প্রথমবার জায়গা করে নেওয়াটাই ঐতিহাসিক সাফল্য। গত জুলাইয়ে ঋতুপর্ণা ও আফিদাদের সেই অর্জনের পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আগামী ২৭ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ শুরু কাল: দেখুন কোন দলে কারা আছেন

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন