{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

হামজার অপেক্ষায় ভারত ম্যাচের ক্যাম্প শুরু কাল

হামজার অপেক্ষায় ভারত ম্যাচের ক্যাম্প শুরু কাল
প্রকাশিত:
অ+ অ-

বাংলাদেশের জার্সিতে ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন হামজা চৌধুরী। তবু তাঁকে ঘিরে সমর্থকদের আগ্রহ যেন কমছেই না। আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে।

হামজার অপেক্ষায় ভারত ম্যাচের ক্যাম্প শুরু কাল
নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আসবেন হামজা চৌধুরী

তবে ক্যাম্পের শুরু থেকেই পাওয়া যাচ্ছে না লেস্টার সিটির মিডফিল্ডার হামজাকে। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময়। তাই ধারণা করা হচ্ছে, হামজা দেশে ফিরবেন ৯ নভেম্বর।

জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের জানান, ‘ভারত ম্যাচকে সামনে রেখে আমরা কাল থেকেই ক্যাম্প শুরু করছি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা এখন কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে, তারা ফিরলে ১ নভেম্বরের পর ক্যাম্পে যোগ দেবে। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী হামজা ৯ তারিখে আসবেন।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে দুই গোল করেছেন এবং একটি গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে।

আরও পড়ুন: হারের ধারা থামাতে পারছে না লিভারপুল, জয়রথে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন