অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
প্রথম পর্বে ভারতের বিপক্ষে রান তাড়া করে রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া।প্রথম পর্বে ভারতের বিপক্ষে রান তাড়া করে রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ইতিহাস ঘুরে গেল—নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড তাড়া করেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। নাবি মুম্বাইয়ে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় হারমানপ্রীত কৌরের দল।
| অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর ভারতের মেয়েদের উচ্ছ্বাস |
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ রানে শেফালি বর্মা আর ২৯ রানে স্মৃতি মান্ধানা ফিরে গেলে চাপে পড়ে দল। কিন্তু জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর দুর্দান্ত ব্যাটিংয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ১৬৭ রান। হারমানপ্রীত ৮৮ বলে ৮৯ রান করে আউট হলেও জেমিমা শেষ পর্যন্ত থেকে দলকে জয় এনে দেন।
শেষ দিকে দিপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজোত কৌর (১৫*) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জেমিমা ১৩৪ বলে ১৪ চারে অপরাজিত ১২৭ রানে দলকে ফাইনালে তোলেন।
আগামী রোববার নাবি মুম্বাইয়েই অনুষ্ঠিত হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, যেখানে ভারতের প্রতিপক্ষ প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে রোহিত শর্মার কীর্তি, প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে
Post a Comment